BCS STUDY | বিসিএস
কেউ কেউ ১-২ টা বই পড়ে সরকারি চাকুরির স্বপ্ন দেখেন, আসলে ২-৩ টা বই পড়ে সরকারি চাকুরির স্বপ্ন স্বপ্নই! সেটা কখনো বাস্তব হয় না, হতে পারে না |
(তবে এত বই দেখে ভয় পাবার কিছু নেই, এত বইও লাগে না, আমার গাইডলাইনদাতা কেউ ছিলো না তাই না জেনে সমানে কিনতাম)
এটা ঠিক বিসিএস ক্যাডার হতে চাইলে দুনিয়ার সব একদিক, বিসিএস একদিক | আপনি ফেসবুকে সময় নষ্ট করবেন, বন্ধুদের সাথে আড্ডাবাজি করবেন কিন্তু বিসিএস ক্যাডারও হতে চাইবেন!! আসলে আপনি নিজেই নিজের সাথে প্রতারণা করতেছেন |
কোনো কারণে ১ ঘন্টা সময় অপচয় হয়ে গেলে তার জন্য যদি আপনার আফসোস না লাগে, নিশ্চিত থাকেন বিসিএস আপনার জন্য নয়!
তবে যদি কষ্ট করে পড়েন, ক্যাডার হোন, তারপর দেখবেন সময় কাটানোর উপায় খুঁজে পাবেন না..... সারাজীবন আরাম করার জন্য ৩ বছর কষ্ট করতে পারবেন না?!
📷 3 May 2020 (ঠিক পাঁচ বছর আগে, তখন কষ্ট করেছি, এখন সময় কাটানোর কোনো উপায় পাচ্ছি না!)
বিসিএসের পূর্ণাঙ্গ প্রস্তুতি তথা সরকারি চাকুরি পাওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইনঃ
এই "৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি" পোস্ট করার সময় আমি নিজেও ৪১তম বিসিএস প্রার্থী! তবে আমার পূর্ণ বিশ্বাস ছিলো ক্যাডার হবোই তাই এমন পোস্ট করার সাহস করি!! aLHaMDuLiLLaH ৪১তম বিসিএস থেকেই আমার প্রিয় ক্যাডার (শিক্ষা ক্যাডারে) "ঝালকাঠি সরকারি মহিলা কলেজ" যোগদান করি ২৮ এপ্রিল ২০২৪ |
এর আগে যখন সরকারি মাধ্যমিকে নন-ক্যাডার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আমি নিজেই প্রার্থী হয়েও পোস্ট করেছি "কীভাবে সরকারি মাধ্যমিকে চাকুরি পেতে হবে" & তা করে দেখিয়েছি (২ বছর ২ মাস ২০ দিন সরকারি হাইস্কুলে ছিলাম)
তার আগে প্রাণিসম্পদ অধিদপ্তরে ছিলাম (অনার্স কমপ্লিটের ৬ মাসের মধ্যে সরকারি জবে যোগদান করি)
যাক প্রথমত বিশ্বাস করুন "আমি পারবোই" আসলে সরকারি চাকুরি পাওয়া কোনো ব্যাপারই না, শুধু বিশ্বাস & "সঠিক উপায়ে" "সামান্য" চেষ্টা দরকার |
সবকিছু মনে রাখতে হবে?
- না | আমরা যখন কোনো বই পড়ি ৯০% ভুলে যাই, হয়তো ১০% মনে থাকে | এই ১০% ই আপনার সম্পদ | পরের বার শুধু দাগানো অংশ পড়লেই ২০%, ৩০% এভাবেই ভাণ্ডার বাড়তে থাকবে!
রুটিন করবেন কিনা?
- আপনি যদি সবসময় নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কর্মে আবদ্ধ থাকেন তবে রুটিন করতে পারেন | আমি রুটিন করে পড়তে পারিনি, রুটিন করলে ২/৩ দিন পরেই রুটিন শেষ!! যতটুকু ফ্রি সময় পাবেন ততটুকু কাজে লাগাতে চেষ্টা করবেন, এটাই রুটিন |
জব সলুয়েশন পড়া জরুরি কিনা?
- জব সলুয়েশনে আগের বিভিন্ন পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান থাকে | আমি কখনও জব সলুয়েশন পড়িনি কারণ বিষয়ভিত্তিক বইগুলোর প্রতিটি অধ্যায় শেষেই বিগত প্রশ্ন থাকে | তবু সব প্রশ্ন একত্রে পেতে জব সলুয়েশন পড়তে পারেন (২/১ বছর পুরাতন হলেও চলবে)
সরকারি চাকুরির জন্য পড়বেন বাট কোনটা দিয়ে শুরু করবেন??
- আপনি যদি সত্যিই সরকারি জব চান তবে আপনাকে অন্তত ৫টা বই কিনতে হবে | বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান একটা করে & জব সলুয়েশন | আগে সহজ (জিকে) দিয়েই শুরু করুন | ক্রমান্বয়ে বাকিগুলো পড়ুন | এক দিনে কখনো ২ সাবজেক্টের বেশি পড়বেন না (১টা পড়াই বেস্ট)
সাজেশন দেয়ার কোনো যোগ্যতা আমার নেই তবু অনেকে বিসিএস প্রস্তুতি সম্পর্কে জানতে চান | যেহেতু ৪১ থেকে শিক্ষা ক্যডারে কর্মরত, ৪৩/৪৪ ভাইভার সুযোগ পেয়েও দেইনি (শিক্ষা ক্যাডার বেস্ট) সেহেতু কিছু লিখছি....
প্রথমত, জবের পড়া কি অসীম কিছু? নিশ্চয়ই না |
মনে করুন বাংলা গ্রামারে কয়টা অধ্যায়? ধরলাম ৩০টা | তো আপনি যদি ২ দিনেও মাত্র ১টা অধ্যায় পড়েন তাহলে ২ মাসে বই শেষ! (অবশ্যই মোবাইল দূরে রেখে পড়তে হবে) তেমনি গণিতে ৩০টা অধ্যায় ২ মাসেই তো শেষ হয়ে যায়, ইংরেজীও সেইম | তাহলে আপনি পড়াকে, সরকারি জব পাওয়াকে অসীম মনে করবেন কেনো? এর পরিধি একদম সামান্য | আসলে আমরা পড়ি না | পড়লে সরকারি জব কোনো ব্যাপারই না, খুব ইজি.....
হ্যাঁ, সাধারণ জ্ঞানের পড়া অনেক, তবে ভয় পাওয়ার কিছুই নেই | কারণ বিগত বিসিএস বা যেকোনো পরীক্ষার প্রশ্ন দেখুন ৮০-৯০% প্রশ্ন আসে স্থায়ী জিকে থেকে, সামান্য কিছু সাম্প্রতিক থাকে | অনুরোধ করবো এ সামান্য কিছুর জন্য অযথা সময় নষ্ট করবেন না | আপনার চাকুরির প্রধান পড়া গণিত, ইংরেজি, বাংলা | সাধারণ জ্ঞান পড়ুন বা না পড়ুন পরীক্ষায় সবার প্রাপ্ত নাম্বার কাছাকাছি থাকে | চাকুরি পাওয়া না পাওয়া নির্ভর করে গণিত ও ইংরেজির উপর | সাধারণ জ্ঞান যেগুলো "বারবার পরীক্ষায় আসে" সেগুলো মোটামুটি সব পারা উচিত, আর সাম্প্রতিক শুধু পরীক্ষার সময় পড়বেন (রিসেন্ট ভিউ পড়তাম আমি)
প্রিলির জন্য যাদের আগে থেকে ভালো প্রস্ততি আছে তাদের জন্য বিষয়টা সহজ (পড়তেও হয় না) একদম নতুনদের জন্য কঠিন | আমি প্রিলির জন্য প্রতি বিষয়ের অন্তত ৪/৫টা করে বই রিডিং পড়েছি (দাগিয়ে) সার্বিকভাবে যে বইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো শুধু সেগুলোই উল্লেখ করলামঃ
® বাংলা লিটারেচার = ওরাকল গাইড (পাশাপাশি অগ্রদূত দেখতে পারেন) [টার্গেট ১৪/২০]
® বাংলা গ্রামার = নবম বোর্ড বই (পাশাপাশি ওরাকলেরই গ্রামার অংশ) [টার্গেট ৮/১৫]
® ইংরেজী গ্রামার = প্রফেসরস/মাস্টার (যেকোনো একটা হলেই চলবে) (টার্গেট ১০/২০)
® ইংরেজী লিটারেচার = শরীফ স্যারের হ্যান্ডবুক (পাশাপাশি জয়কলি) [টার্গেট ১০/১৫]
® বাংলাদেশ বিষয়াবলী = কনফিডেন্স (পাশাপাশি জুবায়েরস জিকে) [টার্গেট ২০/৩০]
® আন্তর্জাতিক = কনফিডেন্স (পাশাপাশি রিসেন্ট ভিউ) [টার্গেট ১২/২০]
® ভূগোল = নবম বোর্ড বই (পাশাপাশি জর্জ) [টার্গেট ৬/১০]
® বিজ্ঞান = নবম বোর্ড বই (পাশাপাশি জর্জ) [টার্গেট ৮/১৫]
® ICT = এইচএসসি আইসিটি বই (পাশাপাশি সেল্ফ সাজেশন) [টার্গেট ৮/১৫]
® গণিত = খায়রুলস বেসিক ম্যাথ (একটাতেই চলবে) [টার্গেট ১০/১৫]
® মানসিক = এসিউরেন্স রিটেন (একটা পড়লেই প্রিলি, রিটেন হয়ে যাবে) [টার্গেট ১১/১৫]
® সুশাসন = পৌরনীতি দ্বিতীয় পত্র বই (পাশাপাশি যেকোনো গাইড!) [টার্গেট ৩/১০]
® জিস্ট হিসেবে ইনসেপশন/এসিউরেন্স ডাইজেস্ট পড়তে পারেন
® মডেল টেস্ট করলেও অনেক উপকৃত হবেন | আমি ৫টা করেছিলাম (প্রফেসরস, কনফিডেন্স, জ্ঞানদ্বীপ, ওরাকল, অদিতি) মডেল টেস্ট বা যেকোনো mcq পড়ার আমার উদ্ভাবিত নিয়মঃ পড়ার সময় যে প্রশ্নগুলো আপনার চাকুরির আবেদনের বয়স শেষ না হওয়া পর্যন্ত পারবেন ১০০% নিশ্চিত সেগুলো ক্রস দিয়ে দিবেন, তাহলে পড়া অনেক কমে যাবে | যতোবার পড়বেন এ নিয়ম ফলো করবেন & পড়া কমতে থাকবে |
এখানে ১২০ মার্কসের টার্গেট দেখানো হলো | আপনাকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে | বই আমাদের সবার কাছেই আছে | কারো কাছে যদি অন্যান্য বই থাকে পড়তে পারেন তবে আর্থিক সমস্যা না থাকলে উপর্যুক্ত বইগুলোও কিনুন | বই কিনে কেউ দেউলিয়া হয় না, প্রতিটা বই থেকে কিছু না কিছু শিখার আছে | তবে বেশি বেশি বই পড়ার চেয়ে "বুঝে পড়া" এবং একই বই বারবার "রিভিশন" দেওয়া গুরুত্বপূর্ণ | প্রথমবার পড়ার সময় অবশ্যই অবশ্যই অবশ্যই ২টা ম্যাপ রাখবেন & ভাববেন কি পড়তেছেন, বাস্তবতা মিলাবেন, গুরুত্বপূর্ণ লাইন অবশ্যই লাল দাগ করে যাবেন, রিভিশন দেয়ার সময় শুধু দাগাঙ্কিত অংশ পড়বেন (তখন না বুঝলে আবার পুরা প্যারা পড়বেন) মাসিক কারেন্ট এফেয়ার্সের পাশাপাশি দৈনিক পত্রিকা পড়ার চেষ্টা করবেন |
আপনি কোথায় কোন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন সেটা কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না! তাই অতীত বাদ দিন, পুরোপুরি বাদ | মনে রাখবেন কিছু এক্সটা মেধাবী ব্যতীত আমাদের সবার মেধা একই! একটু চেষ্টা করুন, আপনিও পারবেন | জেনারেল লাইনে পড়ুয়াদের সামনে বিসিএস ছাড়া তেমন কোনো পথ নেই (বিশেষত আমরা যারা ব্যাংকে পরীক্ষা দেই না) যদি ক্যাডার হতে চান তবে সারাক্ষণ মনে রাখবেন "আমাকে ক্যাডার হতে হবে, হতে হবে মানে হতেই হবে"
শুধু খাওয়া, পরা ঘুমানোর নাম জীবন নয়, জীবনে আরো অনেক কিছু আছে.... জীবন উপভোগের বিষয় | সরকারি জব হলে মেয়েদের একটা আত্মপরিচয় তৈরী হয়, সমাজে মূল্যায়িত হয়, নিজের ইচ্ছেমত টাকা খরচ করতে পারে | সৃষ্টিকর্তা ভাগ্য লিখে রাখছে ঠিক তবে নিশ্চয়ই সেটা দুভাবে পরিবর্তনযোগ্য (১) প্রচেষ্টা (২) দোয়া | তাই আপনার ভবিষ্যত জীবন কেমন হবে সেটা আপনার হাতেই..... আপনার জীবনকে সুন্দর করতে চাইলে আজই, ঠিক আজই সিরিয়াস হোন | কাল, পরশু করে করে সময় চলে যাবে |
মোটিভেশন দিতে যোগ্যতা লাগে, তার বিন্দুমাত্র আমার নেই | সত্যিকারার্থে মোটিভেশন মানুষের তেমন কাজে লাগে না | এই লেখা এখন পড়ছেন, আগামীকালই ভুলে যাবেন | তাই জীবনকে সুন্দর করতে হলে নিজের মোটিভেশন নিজেকেই তৈরী করতে হবে | পৃথিবীতে এমন কোনো কথা নেই যেটা দিয়ে কেউ আপনাকে বুঝাতে পারবে যদি আপনি নিজে না বুঝেন!! এখনি সিদ্ধান্ত নিন আপনার ভবিষ্যৎ জীবন কেমন হবে | মোটিভেশন নিন আপনার মা-বাবার চেহারা থেকে | একবার ভাবুন, আপনার একটা ভালো জব হলে তারা কতোটা খুশি হবেন | বাবার যতোই টাকা থাকুক নিজে ইনকাম করে বাবা মায়ের হাতে টাকা দিন | মেয়েরা নিজ ইনকামের টাকায় বাবাকে পাঞ্জাবী, মাকে শাড়ি কিনে দিন | এর থেকে বড় সুখ আর নাই | যতদিন ফেসবুক+বন্ধুবান্ধব এই ২টা ছাড়তে পারবেন না, ততদিন ভালো কিছু করতে পারবেন না | ফেসবুকে আসবেন শুধু খবরাখবর দেখার জন্য | চ্যাটিং নিষিদ্ধ! নিজে কিছু হবেন, দেখবেন ছেলেরা/মেয়েরা সিরিয়াল দিবে | যারা আলেম, ডাক্তার, প্রকৌশলী, বৈজ্ঞানিক কিছুই হতে পারিনি তারাও যখন নিজেরটা নিজে বুঝবেন "সমাজের জন্য কিছু করতে হলে নিজেকে কিছু হতেই হবে" এই ভাবনা যখন নিজে তৈরী করে নিতে পারবেন তখন আপনার মাথায় শুধু কাজ করবে পড়া, পড়া, পড়া! অথবা আমার মত ভ্রমণপাগল হলেও ভালো জবের (টাকা) বিকল্প নাই!
বয়স ৩২ হলে পিছনে তাকিয়ে দেখবেন চাকুরি না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ "মোবাইল" তাই
আপনার সফলতার পিছনে সবচেয়ে বড় বাধা মোবাইলটাকে যেকোনো মূল্যে, যেকোনো মূল্যে সরিয়ে দিন (দিনে ১ ঘন্টা বরাদ্দ রাখবেন) জানি মোবাইল সরিয়ে থাকতে পারবেন না | তাই লগইন করলেও টাইমলাইনে ২ মিনিট চোখ বুলিয়ে মেসেজগুলো দেখা শেষে "আমার সব পড়া রয়ে গেছে" ভেবে দ্রুত ডাটা অফ করে দিবেন | নামমাত্র প্রস্তুতি নিয়ে কোনো পরীক্ষায় টিকবেন না, ভালো প্রস্তুতি নিলে সব পরীক্ষায় টিকবেন |
আমার ইউটিউব চ্যানেলে শিক্ষামূলক & ভ্রমণের অনেক ভিডিও পাবেনঃ
https://www.youtube.com/@mahbuborrashid
বেসিক জ্ঞান অর্জনের পর মডেল টেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ! বাসায় মডেল টেস্ট করবেন | ১টা ১টা প্রশ্ন পড়ে মনে মনে উত্তর বলে তারপর মিলাবেন | যেসব প্রশ্ন ১০০% পারবেন সেগুলো ক্রস করে দিবেন তাহলে পরীক্ষার ঘনিয়ে আসলে শুধু না পারা গুলো পড়া যাবে | বেশি বেশি মডেল টেস্ট না করলে পরীক্ষার হলে শুধু কনফিউশন সৃষ্টি হবে |
বিসিএস পরীক্ষার্থী? কাজের ফাঁকে ফাঁকে পড়া নয় বরং পড়ার ফাঁকে ফাঁকে শুধু জরুরী কাজ.............
সিদ্ধান্ত নিন কী করবেন? বিদেশ, ব্যবসা নাকি জব?
যদি জব করতে চান তবে সরকারি জব কেনো করবেন না? (যেহেতু সরকারি জব পাওয়া খুব সহজ) আপনি শূন্য থেকে হোন কিংবা হয়তো অল্পের জন্য জব হয় না | সব ঘাটতি পূরণে আমার লাইভ ক্লাস করতে পারেন | ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন |
[সরকারি প্রাথমিক / সরকারি মাধ্যমিক (নন-ক্যাডার) / স্কুল নিবন্ধন / কলেজ নিবন্ধন ফুল সিলেবাস মাত্র ১ হাজার টাকায় ফেসবুক লাইভে পড়াই & নিয়মিত পরীক্ষা নেই (সিক্রেট গ্রুপে) একবার ভর্তি হলে চাকুরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন | এড হতে নক দিবেন]
প্রতি বছর প্রাথমিকের বিজ্ঞপ্তি দিলে নতুন ব্যাচ শুরু করি (গণিত, ইংরেজি, বাংলা, জিকে সব টপিকস ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে পড়াই, বিশেষত মনে রাখার টেকনিক শিখাই + নোট করাই) হয়ে যাওয়া সব ক্লাস+এক্সাম সিরিয়ালি রেকর্ড থাকে | সবগুলো ক্লাস করলে ইনশাআল্লাহ ভালো কিছু হবেই হবে |
সব কথার শেষ কথাঃ পড়ার জন্য দিনে ৪/৬/৮ ঘন্টা ফিক্সড করুন | বাকি ২০ ঘন্টা যা খুশি করবেন, ফেসবুকে বসে শুয়ে ঘুমিয়ে থাকবেন তবে ঐ ৪ ঘন্টা কোনোভাবেই মোবাইল ধরা যাবে না | তবেই সফল হবেন |
দুইটা ম্যাপ কিনে আজই পড়াশোনা শুরু করুন... আর যে বই পড়বেন তার পৃষ্ঠা সংখ্যাকে ৩০ বা ৬০ দিয়ে ভাগ করে দিনে তত পৃষ্ঠা পড়তে হবে | নয়তো দিন মাস বছর যাব তবু বই শেষ হবে না.......
পোস্টে আপনার বন্ধুবান্ধবকে মেনশন করতে পারেন |
অভিজ্ঞতা শেয়ারের "প্রয়োজন" মনে করলে যেকোনো সময় নির্দ্বিধায় হোটসএপে 01872665371 মেসেজ করতে পারেন বা কল দিতে পারেন | আমি প্রথম ব্যক্তি হিসেবে দেশের ৬৪ জেলার পুরো ৪৯৫টি উপজেলাই এক্সপ্লোর করেছি! সারা বাংলাদেশের প্রতিটা উপজেলার ইতিহাস, ঐতিহ্য, জনজীবন সংক্রান্ত তথ্য পেতে (স্বল্প খরচে দেশের ৪৯৫ উপজেলা ও অন্তত ২০+ দেশ ভ্রমণ সংক্রান্ত ভ্লগ করবো) & সরকারি জব সংক্রান্ত আপডেট তথ্য পেতে Mahbub Or Rashid কে follow করতে পারেন)